Search
Close this search box.
Search
Close this search box.

রাজাখালীতে ক্যারিয়ার অলিম্পিয়াড ও ক্যারিয়ার গাইডলাইন কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
সামাজিক সংগঠন আলভি-মনোয়ারা ফাউন্ডেশন, রাজাখালী উন্মুক্ত পাঠাগার ও নূর-আয়েশা খান ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় অ্যা- কলেজের হলরুমে ক্যারিয়ার অলিম্পিয়াড ও ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার আগে একাদশ, দশম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় অ্যা- কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউছুফের সভাপতিত্বে ও চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মিশকাত কবির আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজাখালী উন্মুক্ত পাঠাগারের সভাপতি ম. ফ. ম জাহিদুল ইসলাম।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন লেখক, গবেষক ও প্রাবন্ধিক ড. মীর আবু সালেহ শামসুদ্দিন শিশির। বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুল অ্যা- কলেজের অধ্যক্ষ এইচ এম ফজলুল কাদের, চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুর রহিম, প্রথম আলোর সাংবাদিক এস এম হানিফ, আলভি মনোয়ারা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী জাফর সাদেক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সামাজিক বিপ্লব সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আলমগীর, নূর আয়েশা খান ফাউন্ডেশনের চেয়ারম্যান এম ইসমাইল খাঁন।

পরে মেধা যাচাই পরীক্ষায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার হিসেবে বই ও সনদ প্রধান করা হয়।

0Shares