Search
Close this search box.
Search
Close this search box.

পেকুয়ায় মোহাম্মদ কবির চৌধুরী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কক্সবাজারের পেকুয়ায় দ্বিতীয় বারের মতো আলহাজ্ব মোহাম্মদ কবির চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মোহাম্মদ কবির চৌধুরী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেধাবৃত্তি পরীক্ষায় পেকুয়া উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩১জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

মেধাবৃত্তির পরীক্ষার নিয়ন্ত্রক ও ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউছুফ বলেন, অত্যন্ত সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মেধাবৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা ও ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি এজেএম গিয়াসউদ্দিন চৌধুরী।

0Shares