Search
Close this search box.
Search
Close this search box.

পেকুয়ায় দুই লবণচাষীকে কুপিয়ে জখম

পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় দুই লবণচাষীকে কুপিয়ে মারাত্বক জখম করা হয়েছে।

গত বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের শুদ্বাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতেরা হলেন উপজেলার মগনামা ইউনিয়নের শুদ্বাখলী এলাকার মৃত মোকতার আহমেদের ছেলে মো. আলমগীর (৩৪) ও একই এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে শাহদাত (৩০)। তাদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে মগনামা ইউনিয়নে ইউনুস চেয়ারম্যানের পক্ষ হয়ে যারা ঘড়ির পক্ষে কাজ করেছে তারা অনেকটা বেপরোয়া হয়ে উঠেছে। দিনে-দুপুরে মানুষকে মারধর করতে কোনো কিছু তোয়াক্কা করছে না। গতকাল সকালে চেয়ারম্যান ইউনুস বাহিনীর কয়েকজন সন্ত্রাসী মিলে এ এলাকার খুবই অসহায় দুইজন লবণচাষীকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করেছে। হাতঘড়ি পক্ষের মানুষ এমপি নির্বাচিত হয়েছে, ট্রাকের পক্ষে যারা করেছে তাদের ধরে ধরে মারধর করা হবে। এসব কথা বলে ঘুরে বেড়াচ্ছে ইউনুস চেয়ারম্যানের বাহিনীরা। স্থানীয় বাসিন্দারা এখন অনেকটা আতংকে আছি।

আহত শাহদাত হোসেন বলেন, সকালে লবণমাঠে কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে শুদ্ধাখালী রাস্তার মাথায় পৌঁছলে স্থানীয় তৌহিদ নামের একজন চিহ্নিত সন্ত্রাসী আমাদের গতিরোধ করে চাঁদা দাবী করেন এবং বলেন এখানে নবণের মাঠ করলে আমাদের চাঁদা দিতে হবে, নইলে লবণের মাঠ থেকে তুলে দেওয়া হবে। এসময় আমার সাথে থাকা আমলগীর তাদের অন্যায়ের প্রতিবাদ করলে হঠাৎ স্থানীয় রফিক, মনজুর আলম, ওবাইদুল হাকিম, ওয়াহিদু, শহিদুল্লাহ, মনির, আজম উদ্দিন কালু, ইউসুপসহ একদল সন্ত্রাসী আমদের উপর হামলা করে এবং তাদের হাতে থাকা লোহার রড, কিরিচ , বাটাম দিয়ে আমাদের নির্দয়ভাবে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে তারা দ্রুত পালিয়ে যায়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. ইলিয়াছ বলেন, মগনামার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

0Shares