কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামার সাবেক ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিমের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পেকুয়া চৌমুহনীর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমের কঠোর শাস্তির দাবী জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ওয়াসিম চেয়ারম্যানের পাঁচ বছর শাসন আমলে মগনামার মানুষ প্রচুর অত্যাচারিত ও নির্যাতনের শিকার হয়েছে। নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। দিন দুপুরে মানুষকে গুলি করে হত্যা করেছে এবং ঘর ছাড়া করেছে শতশত পরিবারকে। এই ওয়াসিম চেয়ারম্যান ও তাঁর সহযোগিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান বক্তারা।
মানববন্ধনে পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘ পাঁচ বছর সাবেক এমপি জাফর আলম ও তার সহযোগী সাবেক চেয়ারম্যান ওয়াসিমের নেতৃত্বে মগনামার মানুষকে নানাভাবে অত্যাচার করেছে। এমনকি আমিসহ আমার চার ভাইকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। মগনামায় দিন দুপুরে আবু ছৈয়দকে হত্যা করে পা কেটে উল্লাস করেছে এই ওয়াসিম বাহিনীর সদস্যরা। এখন সময় এসেছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। মানুষ সোচ্চার হয়ে উঠেছে এদের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে। জায়গা-জমি দখল করেছে অনেক নিরীহ মানুষের। সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এদের কঠোর শাস্তির দাবী জানাচ্ছি।
এসময় আরও উপস্থিত ছিলেন রাজাখালীর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল, পেকুয়া উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজমগীর, বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ, পেকুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কফিল উদ্দিন বাহাদুর, উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব বেলাল উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।