Search
Close this search box.
Search
Close this search box.

বদরখালীতে চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন সংসদ সদস্য ইবরাহিম

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

গতকাল সোমবার বিকেল চারটার দিকে বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয় মাঠে চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম টুর্নামেন্টটির উদ্বোধন করেন।

উদ্বোধনী খেলায় চকরিয়া শেখ রাসেল ক্রীড়া সংস্থার সঙ্গে চট্টগ্রামের হেলাল ফুটবল একাডেমি মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে কোনো পক্ষই গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় ট্রাইবেকারে। এতে চট্টগ্রামের হেলাল ফুটবল একাডেমি জিতে যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী , পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বদরখালী ইউপি চেয়ারম্যান নূরে হোছাইন আরিফ, বিএম চরের ইউপি চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম, আইনজীবী রবিউল এহেসান প্রমুখ।

0Shares