কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার ভোর চারটায় পর্যটক এক্সপ্রেস কক্সবাজার ছেড়ে গেছে।
কক্সবাজার রেলওয়ে সূত্র জানায়, সোমবার বিকেল সাড়ে চারটার দিকে কক্সবাজারের রামু-ইসলামাবাদ এলাকায় পাইলটিং লোকোমোটিভের (ইঞ্জিন) সঙ্গে রেল প্রকল্পের পাথরাবাহী ওয়াগনের সংঘর্ষ হয়। এসময় ওয়াগনটির একজোড়া চাকা রেললাইন থেকে সরে যায়। এর ফলে কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ঢাকা যেতে পর্যটক এক্সপ্রেসে টিকেট নেন ঢাকা শনির আখড়ার বাসিন্দা মো. মাহফুজুন্নবী (৪৬)। তিনি বলেন, পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম। ঢাকায় ফিরতে সোমবার রাত সাতটার দিকে কক্সবাজার রেলস্টেশনে যাই। তখনই শুনি ট্রেন ছাড়ছে না। শুরু হয় অপেক্ষা । অবশেষে ভোর চারটায় সেই অপেক্ষার অবসান ঘটে। আমরা এখন ঢাকায়।’
কক্সবাজার রেলওয়ে স্টেশন মাস্টার গোলাম রব্বানী বলেন, দুর্ঘটনার কারণে একটি ট্রেন দেরিতে ছেড়েছে। প্রতিদিন রাত আটটায় কক্সবাজার থেকে পর্যটক এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সেই ট্রেনটি ছেড়েছে ভোর চারটায়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক আছে। গোলাম রব্বানী বলেন, আমাদের লোকজন দ্রুতসময়ে কাজ করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়েছে।