কক্সবাজারে দেশ-বিদেশের সমুদ্র বিজ্ঞানীদের নিয়ে দুইদিন ব্যাপী সমুদ্র বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়েছে। গত শনিবার সকাল ১০টায় কক্সাবাজার মেরিন ড্রাইভ সড়কের পেচারদ্বীপের বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটে (বিওআরআই) ওই সম্মেলনের উদ্বোধন করা হয়েছিল।
আজ রোববার সমাপনী দিনে সমুদ্র সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুাক্ত বিশ^বিদ্যালয়ের উপাচার্য হাফিজা খাতুন। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপ উপাচার্য মো. আব্দুল বাকী, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ফিসারীজ বিভাগের অধ্যাপক মো. রাশেদ-উন-নবী, কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান। সমাপনী বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসোর্চ ইনস্টিটিউটের মহাপরিচালক তৌহিদা রশীদ। বক্তব্য দেন বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসোর্চ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সাঈদ মুহাম্মদ শরীফ।
সমাপনী দিনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির ডিপার্টমেন্ট অব জিওলজিক্যাল ওশানোগ্রাফির অবসরপ্রাপ্ত প্রধান বৈজ্ঞানিক রণধীর মুখোপাধ্যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ওশানোগ্রাফি অ্যা- হাইড্রোগ্রাফির আফতাব আলম খান ও ভারতের ন্যাশনাল মেরিটাইম ফাউন্ডেশনের হেড অব ব্লু ইকোনমি অ্যা- ক্লাস্টার চিমি ইউডন।
এর আগে শনিবার সম্মেলনের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন। সম্মেলনের প্রথমদিনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চীনের মিনিস্ট্রি অব ন্যাচারাল রিসোর্চ ও ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির ডেপুটি ডিরেক্টর জেনারেল ফাংলি চিয়াও, ইউনেস্কোর ইন্টার গর্ভম্যান্টাল ওশানোগ্রাফিক কমিশন ও ওশান কার্বন সোর্সেস অ্যান্ড সিঙ্কস এর কর্মসূচি বিশেষজ্ঞ ক্রিস্টিয়ান আইসেন্স, পররাস্ট্র মন্ত্রনালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান খুরশেদ আলম।
সম্মেলনে বক্তারা বলেন, বঙ্গোপসাগর অঞ্চল ঘিরে সরকার নানা প্রকল্প গ্রহণ করেছে। সরকার সমুদ্র সম্পদ যথাযথভাবে ব্যবহার করতে চায়। সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের বিজ্ঞানীরা বিশাল বঙ্গোপসাগরের সম্পদ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। সুনীল অর্থনীতির উন্নয়নে সরকারের নেয়া পদক্ষেপে বাংলাদেশের পাশাপাশি আঞ্চলিক দেশগুলোও এর সুবিধা পাবে।
দুই দিনের এই সম্মেলনে দেশ-বিদেশ থেকে আসা সমুদ্রবিজ্ঞানী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।