কক্সবাজারের উখিয়ার জামতলী এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে গুলি করার পর হাত-পা বিচ্ছিন্ন করে এক রোহিঙ্গা যুবককে হত্যা করা হয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে আশ্রয়শিবিরের (ক্যাম্প ১৫) সি ব্লকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মোহাম্মদ ইয়াছিন (৩৫)। তিনি ওই আশ্রয়শিবিরের সি-১ ব্লকের আব্দুল বারির ছেলে।
স্থানীয় রোহিঙ্গারা জানিয়েছেন, রোববার রাত ১০টার দিকে একদল অস্ত্রধারী ইয়াছিনের বাসা থেকে তাকে ডেকে বের করে। এরপর চারপাশ থেকে ঘিরে তাকে হামলা করতে থাকে। একপর্যায়ে গুলি করলে ইয়াছিন গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। পরে অস্ত্রধারীরা প্রথমে তাঁর একটি হাত কেটে নেয়। এরপর হাটুর ওপর থেকে কেটে বিচ্ছিন্ন করে নেয় একটি পা। হাত-পা কেটে মৃত্যু নিশ্চিত করার পর অস্ত্রধারীরা ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনার পর পুরো ক্যাম্প জুড়ে আতঙ্ক বিরাজ করছে।
আইনশৃঙ্খলা বাহিনী ও রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোহাম্মদ ইয়াছিন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) নেতা মৌলভী মোহাম্মদ মঞ্জুরের ভাই। জামতলীর আশ্রয়শিবিরে (ক্যাম্প ১৫) মঞ্জুরের আধিপত্য বেশি। এ কারণে আরসা কোনঠাসা হয়ে পড়ে এই আশ্রয়শিবিরে। মঞ্জুরের ওপর ক্ষোভ মেটাতেই তাঁর ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
ঘটনাটি নিশ্চিত করে এপিবিএন-৮ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেন, একদল অস্ত্রধারী হামলা চালিয়ে ওই যুবককে হত্যা করেছে। কারা ওই যুবককে হত্যা করেছে সে বিষয়ে অনুসন্ধান চলছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকারী সন্ত্রাসীদের ধরতে আশ্রয়শিবিরে অভিযান চলছে।