Search
Close this search box.
Search
Close this search box.

কক্সবাজার শহরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

কক্সবাজার শহরের উত্তর রুমালিয়ারছড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোহাম্মদ জাকির হোসেন (৩৬)। তিনি রুমালিয়ারছড়া এলাকার মৃত আসাদ আলীর ছেলে।

স্থানীয় লোকজন বলেন, সোমবার সকাল নয়টার দিকে জাকির হোসেনের পাশের বসতঘরে রাইস কুকার থেকে আগুনের সূত্রপাত হয়। ওই বসতঘরের লোকজনের চিৎকার শুনে জাকির দৌঁড়ে গিয়ে পানি দিয়ে রাইস কুকারের আগুন নেভানোর চেষ্টা করেন। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

বাড়ির মালিক ফারহানা রহমান বলেন, জাকির হোসেন কিছুদিন আগে আমার বাড়িটির নির্মাণ কাজ শেষ করেছে। আমার চিৎকার শুনে তিনি এগিয়ে আসেন। আমাদের বাঁচাতে এসে বাঁচলেন না তিনি নিজেই।

কক্সবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাইছার হামিদ বলেন, কারও অভিযোগ না থাকায় জাকিরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

0Shares