Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়া এডভোকেটস এসোসিয়েশনের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের চকরিয়া এডভোকেটস এসোসিয়েশনের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাবিব উদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিফতাহ উদ্দিন আহমদ। এডভোকেট এসোসিয়েশনের কার্যালয়ে গতকাল বুধবার দুপুর দুইটায় ভোটগ্রহন শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলে।

অন্য পদে নির্বাচিতেরা হলেন সহসভাপতি পদে ওমর ফারুক ও নুরুল আলম, সহ সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম, পাঠাগার সম্পাদক পদে শেখ শাহজাহান হোছাইন, আপ্যায়ন সম্পাদক পদে নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি পদে আশিকুল বছির নকিব, সদস্য পদে মোহাম্মদ মঈন উদ্দিন, গিয়াস উদ্দিন ও আমিনুল এহেছান।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আবু ছালেহ। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সুজা উদ্দিন ও মোহাম্মদ আরমান।

প্রধান নির্বাচন কমিশনার আবু ছালেহ বলেন, ভোট ৬৩ ভোটের মধ্যে ৬২ ভোট গ্রহণ হয়। একজন ভোটার ভারতে অবস্থান করায় তিনি ভোট দিতে পারেননি।

0Shares