Search
Close this search box.
Search
Close this search box.

রামুতে অটোরিকশাকে বাসের ধাক্কা, হতাহত ৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার রশিদনগরের পানিরছড়া এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী হতাহত হয়েছেন। এরমধ্যে একজন নিহত ও দুজন আহত হন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সাইফুল ইসলাম (৩২)। তিনি রশিদনগর ইউনিয়নের হামিদপাড়া এলাকার মোহাম্মদ বাবুলের ছেলে। আহত মোহাম্মদ আশরাফ (৩৫) ও আব্দুর রহমানকে (৪০) স্থানীয় রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন বলেন, মারছা পরিবহনের যাত্রীবাহী একটি বাস পানিরছড়া বাজারে পৌঁছালে ডিজেল চালিত একটি অটোরিকশাকে (স্থানীয় ভাষায় মাহিন্দ্রা গাড়ি) ধাক্কা দেয়। এতে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান সাইফুল। তাৎক্ষণিক আহত অন্য দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমন কান্তি চৌধুরী বলেন, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। তবে বাসটি ধরা সম্ভব হয়নি। সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

0Shares