Search
Close this search box.
Search
Close this search box.

কক্সবাজারে কিশোরকে পিটিয়ে হত্যা, আটক ১

কক্সবাজার শহরের সমিতিপাড়ায় এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে সমিতিপাড়ার বাজারে এ ঘটনা ঘটে। এঘটনায় মো. মুবিন (২২) নামের একজনকে আটক করা হয়েছে।

নিহত কিশোরের নাম মো. আলাউদ্দিন (১৫)। সে ওই এলাকার মো. ইমরানের ছেলে।

স্থানীয় লোকজন বলেন, বৃহস্পতিবার রাত একটার দিকে চারজন যুবক সমিতিপাড়ার ভেতরের একটি চায়ের দোকানে চা-নাস্তা খান। এসময় চা-নাস্তার বিল চাইলে নারী দোকানদার নুরজাহান বেগমকে (৫৫) মারধর করেন ওই যুবকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দাদির ওপর হামলার প্রতিবাদ করেন আলাউদ্দিন। এসময় আলাউদ্দিনকে লাঠিপেঠা দিয়ে ও মারধর করে হত্যা করা হয়।

স্থানীয় লোকজন বলেন, ওই চারজন এলাকায় বখাটে হিসেবে পরিচিত। তাঁরা সবসময় নেশায় আসক্ত থাকেন।

ঘটনার সময় নিয়মিত টহলে ছিলেন র্যাব-১৫ এর একটি দল। খবর পেয়ে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে মো. মুবিন নামের একজনকে আটক করে থানায় হস্তান্তর করে।

কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাইছার হামিদ বলেন, লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। র্যার একজনকে আটক করে পুলিশে দিয়েছে। পুলিশ অন্য আসামিদের ধরতে চেষ্টা করছে।

0Shares