Search
Close this search box.
Search
Close this search box.

পেকুয়ার টইটং বনবিট কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

সংরক্ষিত বনাঞ্চলের গাছ পাচার ও পাহাড়ের মাটি কেটে নিয়ে যাওয়ার সময় বাঁধা দেওয়ায় কক্সবাজারের পেকুয়ায় চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন টইটংয়ের বিট কর্মকর্তা জমির উদ্দিনকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মোহাম্মদ কাইছার নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বিট কর্মকর্তা বাদী হয়ে পেকুয়া থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) করেছেন। যার নম্বর-৮৫২।

১৯ ফেব্রুয়ারী (সোমবার) দুপুর ১২ টার দিকে উপজেলার টইটং ইউনিয়ন সংরক্ষিত বনবিট কার্যালয়ের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। কাইছার টইটং ইউনিয়নের কাছারিপাড়া সরকারমোড়া এলাকার নুরুল হকের ছেলে। তার বিরুদ্ধে বন আইনে একাধিক মামলা রয়েছে।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, সোমবার দুপুর ১২ টার দিকে সংরক্ষিত বনাঞ্চলের বিট এলাকায় নিয়মিত টহলে বের হলে বিট কর্মকর্তা জমির উদ্দিনকে দেখে মারধর করতে অনেকটা চড়াও হন কাইছার নামের ওই ব্যক্তি। এমনকি বিট কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করেন এবং সরকারি কাজে বাঁধা প্রধান করেন। এসময় তিনি বিট কর্মকর্তাকে একাধিকবার হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেন। বনকর্মকর্তার উদ্দেশ্যে কাইছার বলেন, ‘সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ ও মাটি কেটে নিবো। এ জন্য কোন মামলা করা হলে দেখে ছাড়ব। এলাকা ছাড়া করবো, সুযোগ পেলে হত্যা করবো।’ ওই সময় কাইছারের অবস্থা বেগতিক বিট কর্মকর্তা দ্রুত বিট কার্যালয়ে চলে যান।

টইটং বিট কর্মকর্তা জমির উদ্দিন বলেন, সংরক্ষিত বনাঞ্চল থেকে মাটি কেটে বিক্রি এবং গাছ পাচার করার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেলে সেখানে পূর্ব থেকে উৎপেতে থাকা কাইছার নামের ওই বনখেকো আমার উপর হামলা করে এবং প্রাণনাশের হুমকি দেন। আমি এখন সংরক্ষিত বনাঞ্চলে অনকেটা নিরাপত্তাহীনতায় রয়েছি। এবিষয়ে আমি বনবিভাগের ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। এবং জীবনের নিরাপত্তার জন্য থানায় সাধারণ ডায়েরি করেছি।

0Shares