Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল

কক্সবাজারের চকরিয়া পৌরশহরে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করেছে। এসময় তাঁরা সোয়া এক ঘণ্টা মহাসড়কে অবস্থান করলে সড়কের দুই দিকে যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলা পৌনে ১১টা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা চকরিয়া পৌরশহরের মহাসড়কে উঠেন। এসময় তাঁরা মহাসড়কটি দুবার প্রদক্ষিণ করেন। পরে মহাসড়কের ওপরই তাঁদের তিনজন বক্তব্য দেন। মিছিলের নেতৃত্বে ছিলেন চকরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল নোমান। আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল ও পথসভা শেষ করে দুপুর ১২টার দিকে চলে যান। আন্দোলনকারী শিক্ষার্থীদের বেশিরভাগের হাতে লাঠি ছিল।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, দুপুরের দিকে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করেছে। তবে কোনো ঝামেলা করেনি। যান চলাচলে সামান্য বিঘ্ন ঘটলেও এখন স্বাভাবিক আছে।

0Shares