ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রোববার স্থানীয় সময় ভোরে এ তথ্য জানান দেশটির কর্মকর্তারা। খবর রয়টার্সের।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা কমপক্ষে দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন, যা আকাশ প্রতিরক্ষা ইউনিটের হামলা প্রতিরোধের শব্দের মতো শোনা গেছে। ইউক্রেনের সামরিক কর্মকর্তারা রোববার ভোরে জানান, রাজধানীতে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। হামলা প্রতিহত করতে শহরের উপকণ্ঠে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিযুক্ত রয়েছে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো মেসেজিং অ্যাপ টেলিগ্রাম জানান, হামলা প্রতিরোধে আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো কাজ করছে। সতর্কতা অব্যাহত রয়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বলেন, ইউক্রেনের রাজধানী শহর রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকির মধ্যে রয়েছে।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, কিয়েভের পাশাপাশি শহরের আশপাশের অঞ্চল ও পূর্ব ইউক্রেন রাশিয়ার বিমান হামলার সতর্কতার অধীনে রয়েছে।