Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় ছুরিকাঘাত করে ইউপি চেয়ারম্যানের লাইন্সেস করা অস্ত্র লুট

কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিমুল হককে বাড়িতে ঢুকে ছুরিকাঘাত ও মারধর করেছে দুর্বৃত্তরা। এসময় তাঁর লাইসেন্স করা শর্টগান, গুলি ও পাঁচটি মুঠোফোন লুট করা হয়েছে।

আজ রোববার বিকেল চারটার দিকে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যানপাড়ার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন ইউপি চেয়ারম্যান আজিমুল হক।

আজিমুল হক বলেন, ‘গত সোমবার দিবাগত রাত সোয়া একটার দিকে চকরিয়া পৌরশহরের স্টেশনপাড়ার বাসায় ৬ থেকে ১০জন দুর্বৃত্ত বাড়িতে ঢুকে অর্তকিতভাবে আমার মাথার পেছনে ছুরিকাঘাত করে। এরপর আমাকে মারধর করে লাইন্সেস করা একটি শর্টগান, ৯৩ রাউণ্ড গুলি মুঠোফোন লুট করে নিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘আমার পরিবারের লোকজন আমাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ায় আইনি সহযোগিতাও পাইনি। তবে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অস্ত্র লুট ও হামলা ঘটনাটি জানিয়েছি। দুর্বৃত্তদের হামলা ও অস্ত্র লুটের ভিডিও ফুটেজ আমার কাছে আছে। এ ব্যাপারে আইনের আশ্রয় নিবো।’

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, ‘সুরাজপুর-মানিকপুরের ইউপি চেয়ারম্যান আজিমুলকে ছুরিকাঘাত করে লাইন্সেসকৃত অস্ত্র লুটের বিষয়টি আমাকে জানিয়েছিল। বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়ে রাখা হয়েছে। এখনো থানা পুলিশের কার্যক্রম পুরোদমে শুরু হয়নি, তবুও পুলিশকে বিষয়টির ব্যবস্থা নিতে জানানো হয়েছে।’

0Shares