Search
Close this search box.
Search
Close this search box.

ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে পেকুয়ায় শিক্ষার্থীদের দেয়াল অংকন

ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে কক্সবাজারে পেকুয়ায় শিক্ষার্থীরা দেয়াল অংকন করেছে। আজ বুধবার সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা এই অংকনে অংশ নেয়।

ছাত্র আন্দোলনে নিহত পেকুয়ার মোহাম্মদ ওয়াসিমের, রংপুরের আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধর প্রতিকৃতি অংকন করেছে শিক্ষার্থীরা।

‘কারার লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট, রক্তজমাট শিকল পূজার পাষাণবেদী’ কাজী নজরুল ইসলামের এই রণসংগীত দেয়ালে লিখেছে পেকুয়া জিএমসি ইনস্টিটিউশনের দশম শ্রেণির শিক্ষার্থী নাজিফা ফাহমি। সে বলে, আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। এটিকে স্মরণীয় করে রাখতে দেয়াল অংকন করছি।

জিএমসি ইনস্টিটিউশনের শিক্ষার্থীদের নেতৃত্ব দিচ্ছেন কক্সবাজার সরকারি কলেজে অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ জিহাদুল ইসলাম, চট্টগ্রাম কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজ থেকে সদ্য এইচএসসি পাস করা সাদিয়া জান্নাত প্রিয়া, চকরিয়া সরকারি কলেজ অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী মিজবাহ উদ্দীন। তাঁরা বলেন, ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে পেকুয়ার সন্তান মোহাম্মদ ওয়াসিম নিহত হন। তাঁর এলাকাকে রাঙিয়ে তুলতে তিনিসহ শহীদদের মধ্যে আলোচিতদের প্রতিকৃতি অংকন করেছে শিক্ষার্থীরা।

পেকুয়া জিএমসি ইনস্টিটিউশনের নবম শ্রেণির শিক্ষার্থী এস এম নাফিজ বলে, জিএমসি স্কুলের দেয়ালে আমরা প্রতিবাদী গণ সংগীত লিখছি, শহীদ মিনার আঁকছি, শহীদদের প্রতিকৃতি আঁকছি।

3Shares