কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় ৩০ বছরের পুরোনো চলাচলের রাস্তা জবরদখল করে টয়লেট নির্মাণের অভিযোগউঠেছে শামসুল আলম ওরফে সোনা মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে । স্থানীয় সালিশি বৈঠকে একাধিকবার চলাচল রাস্তাস্বাভাবিক করে দেওয়ার সিদ্ধান্ত হলেও মানতে নারাজ সোনা মিয়া।
এ নিয়ে শনিবার (১৭ আগস্ট) স্থানীয় সালিশি বৈঠক হয়। ঘটনাটি ডুলহাজারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বগাচত্বরমাইজপাড়ায় ঘটে।
ভুক্তভোগী বৃদ্ধ নুরুল কবির বলেন, বিগত সংসদ নির্বাচনে মেজর জেনারেল (অবঃ) ইব্রাহিম বীর প্রতীক এমপি নির্বাচিতহলে তারই কর্মী পরিচয় দিয়ে আমার প্রতিবেশী মৃত নুরুল আলমের ছেলে আওয়ামী লীগ নেতা সোনামিয়া আমারপরিবারের ৩০ বছরের চলাচলের রাস্তাটি জবর দখলে নেয়।
অভিযোগে তিনি আরও বলেন, প্রথমে আমার কাছে তিন কড়া জমি ক্রয় করতে প্রস্তাব দেয়। অস্বীকৃতি জানানোয় এই বছরের ১৬ জানুয়ারি বসতবাড়ির চলাচলের রাস্তাটি জবরদখল করে।বর্তমানেও ওই রাস্তা দখলে রেখেছে তারা। আমরা একারণে দীর্ঘ ৬ মাস ধরে মানবেতর জীবন যাপন করছি।
এ বিষয়ে জবরদখলকারী ব্যক্তি সোনামিয়ার সাথে যোগাযোগ করতে সরেজমিনে তার বাড়ি গেলে তাকে বাড়িতে পাওয়াযায়নি। জবরদখল সংক্রান্তে তাঁর স্ত্রী রাশেদা বেগম বলেন, চলাচলের রাস্তার জায়গাটি তাঁদের নিকট বিক্রি করার কথা। কিন্তু করেনি তাই আমরা ব্যবহার করছি।
ডুলাহাজারা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিযাজউদ্দিন শিপু বলেন, রাস্তা দখলের বিষয়টি স্থানীয় মেম্বার, পাড়ার সর্দারসহগন্যমান্য ব্যক্তিবর্গ সাক্ষ্য দিয়েছে জবর দখলের ঘটনা সত্য।
তিনি আরও বলেন, সরেজমিনে প্রতীয়মান হয়েছে দখলকৃত জায়গায় টয়লেট নির্মাণ করা হয়েছে। পরিষদের পক্ষ থেকেজবরদখলকারী সোনা মিয়াকে দু‘দিনের মধ্যে দখলকৃত রাস্তার টয়লেট অপসারণের সিদ্ধান্ত হয়েছে। যদি দখল ছেড়ে নাদেয় তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।