৬ উইকেট হারিয়ে ৪৪৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। আফ্রিদি ২৪ বলে ২৯ ও ক্যারিয়ার সেরা ইনিংসে রিজওয়ান ২৩৯ বলে ১৭১ রানে অপরাজিত থাকেন। ডাবল সেঞ্চুরি হতে রিজওয়ান ২৯ রান দূরে থাকলেও সেটির জন্য অপেক্ষা করেননি শান মাসুদ। দ্বিতীয় দিনের শেষবেলায় বাংলাদেশকে ব্যাটিং করাতে চান তিনি। গতকাল বৃষ্টিবিঘ্নিত দিনে ৪ উইকেট নিতে পারলেও আজ দুই সেশনেরও বেশি সময় বোলিং করে ২টি উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে।
বল হাতে শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান।
উইকেটের দেখা পেলেন সাকিব, বড় সংগ্রহের পথে পাকিস্তান
দলীয় ৪০০ রান পূর্ণ হওয়ার ঠিক আগেই ষষ্ঠ উইকেট হারাল পাকিস্তান। দলীয় ৩৯৮ রানের মাথায় সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে মিরাজের তালুবন্দি হন আগা সালমান। ৩৬ বলে ১৯ রান করে ফিরে গেলেন সালমান, পাকিস্তান পঞ্চম উইকেট হারাল ৩৯৮ রানে। ১৫৩ রান নিয়ে ব্যাট করা মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে নতুন ব্যাটসম্যান হিসেবে যোগ দিয়েছেন শাহীন আফ্রিদি।
স্বাগতিকরা ৬ উইকেট হারিয়ে ৪০৬ রানে ব্যাট করছে।
এর আগে দ্বিতীয় দিনের প্রথম সেশনের পুরোটা হতাশায় গেছে বাংলাদেশের। দ্বিতীয় সেশনে আউট হয়েছেন সৌদ শাকিল। তিনি ১৪১ রানের ইনিংস খেলেছেন। এর আগে ৪ উইকেটে ১৫৮ রান তুলে দিন শেষ করেছিল তারা।
প্রথম দিন ওপেনার আব্দুল্লাহ শফিক (২), তিনে নামা অধিনায়ক শান মাসুদ (৬) ও পাকিস্তানের সেরা ব্যাটার বাবর আজম (০) ব্যর্থ হন। পেসার শরিফুল দুটি ও হাসান মাহমুদ এক উইকেট তুলে নেন। ওই ধাক্কা সামাল দেন তরুণ ওপেনার সাইম আইয়ূব ও পাঁচে নামা সূদ শাকিল। তারা ৯৮ রান যোগ করেন। সাইম ফিরে যান ৫৬ রানের ইনিংস খেলে।