Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় ইউপি চেয়ারম্যান নবী হোছাইনসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের চকরিয়া গ্রামার স্কুলের ১০ম শ্রেণির ছাত্র ইয়াছিনুল হাকিমকে (১৬) গুলি করার ঘটনায় সাহারবিল ইউপির চেয়ারম্যান নবী হোছাইন ও তার ভাই বাদলসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার ধারায় মামলা হয়েছে।

গতকাল শনিবার দুপুরে মামলাটি দায়ের করেন স্কুলছাত্রের বাবা শহিদুল করিম। আহত স্কুলছাত্র ইয়াসিন সাহারবিল ইউনিয়নের প্রতিষ্ঠিতা চেয়ারম্যান আবদুল হাকিমের নাতি।

শহিদুল করিম বলেন, গত ৭ আগষ্ট রামপুরে তাদের পারিবারিক মৎস্য ঘেরে বেড়াতে গেলে সাহারবিলের চেয়ারম্যান নবী হোছাইনের ভাই বাদল ডাকাতের গুলিতে মারাত্মকভাবে আহত হয় ইয়াসিন। অর্ধশত ছররা গুলিতে তাঁর পুরো শরীর ঝাঁঝরা হয়ে যায়। বাদলের সঙ্গে থাকা অন্যান্য ডাকাতেরা তাঁর ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। ইয়াসিন বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও বলেন, চেয়ারম্যান নবী হোছাইনের নির্দেশে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে আন্তঃজেলা গরু চোর চক্রের অন্যতম সদস্য বাদল ও তাঁর সহযোগীরা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, সাহারবিল ইউপির রামপুর মৎস্য ঘের এলাকায় স্কুলছাত্রের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।

2Shares