Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের তেইল্লাকাটা গ্রামে ভিমরুলের কামড়ে আদিবা জান্নাত () নামেরএক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি গতকাল রোববার রাত সাড়ে ১০টার দবকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এর আগে শুক্রবার দুপুর দুইটার দিকে বাড়িতে শিশুটিকে ভিমরুল কামড় দেয়।

মারা যাওয়া আদিবা তেইল্লাকাটা গ্রামের রুহুল আমিনের মেয়ে।

শিশুর স্বজন স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশে খেলছিল আদিবা। এসময় ঝোপ থেকে ঝাঁকে ঝাঁকেভিমরুল বের হয়ে আদিবাকে কামড়াতে শুরু করে। সময় চিৎকারে পরিবারের সদস্য স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে শিশু আদিবা মারা যায়।

হারবাং পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ফরিদ বলেন, ‘গত শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে খেলতে যাওয়ার পথেঅন্তত ৩০ থেকে ৪০টি ভিমরুল শিশু আদিবাকে কামড়াতে থাকে। চমেকে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ১০টারদিকে সে মারা যায়।

10Shares