Search
Close this search box.
Search
Close this search box.

মৌলভীবাজার প্রচেষ্টা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন

কক্সবাজারের পেকুয়া উপজেলার মৌলভীবাজার প্রচেষ্টা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের প্রথম নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম চৌধুরী (জুয়েল), সহসভাপতি পদে নুরুল হোছাইন, সাধারণ সম্পাদক পদে ফজল করিম নির্বাচিত হয়েছেন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. হেলাল উদ্দিন, জসিম উদ্দিনআনছার উদ্দিন।

গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বারবাকিয়া ইউনিয়নের মৌলভীবাজারে একটানা ভোট গ্রহণ করা হয়। সমিতির  ৩০৫ জন সদস্যের মধ্যে  ২১২ জন সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রধান নির্বাচন কমিশনার পেকুয়া উপজেলা সমবায় কর্মকর্তা মোস্তফা জামান ভোট গণনা শেষে সন্ধ্যা ছয়টার  দিকেফলাফল ঘোষণা করেন। এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হন সাইফুল ইসলাম চৌধুরী জুয়েল। সহসভাপতি পদে নুরুল হোছাইন ১৬৩ ভোটসাধারণ সম্পাদক পদে ফজল করিম ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে ১৬২ ভোট পেয়ে হেলাল উদ্দিন এক নম্বর সদস্য , ১২৮ ভোট পেয়ে মো. জসিম উদ্দিন দুই নম্বর সদস্য ও ১০৩ ভোট পেয়ে আনছার উদ্দিন তিন নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন।

21Shares