Search
Close this search box.
Search
Close this search box.

রাওয়ালপিন্ডিতে বৃষ্টি, টসে বিলম্ব

প্রথম টেস্টের প্রথমদিনের দুই সেশন ভেজা আউটফিল্ডের কারণে বাতিল হয়ে যায়। দ্বিতীয় টেস্টের আগেও রাওয়ালপিন্ডিতে ভারী বৃষ্টি হচ্ছে। যে কারণে নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি।

সংবাদ মাধ্যম জানিয়েছে, এখনও বেশ জোরেই বৃষ্টি হচ্ছে। যে কারণে টসে অনেকটা সময় দেরি হতে পারে। এমনকি আবহাওয়া পূর্বাভাস বলছে, দিন জুড়েই থেমে থেমে হতে পারে বৃষ্টি।

শুধু সকালে নয় রাতেও রাওয়ালপিন্ডিতে বৃষ্টি হয়েছে। সকালে মাঠ ঢাকা ছিল। তবে বৃষ্টি না থাকায় তা তুলে নেওয়া হয়। বৃষ্টি সকালে না হলেও টসে বেশ বিলম্ব হতো। নতুন করে বৃষ্টি বিলম্বের সময় আরও বাড়িয়ে দিল।

এর আগে পিন্ডিতে প্রথম টেস্টে ১০ উইকেটে জিতেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে সেখানকার ফ্লাট উইকেটে শেষ দিকে কিছুটা স্পিন সহায়ক হয়ে ওঠে। যার সুবিধা নিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ওটাই বাংলাদেশের প্রথম জয় তো বটেই। টেস্টে প্রথমবার পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ।

0Shares