Search
Close this search box.
Search
Close this search box.

২২ আরোহীসহ নিখোঁজ রুশ হেলিকপ্টার

ইদানিং হরহামেশাই হেলিকপ্টার নিখোঁজের খবর পাওয়া যাচ্ছে। গত ১৪ আগস্ট ৫ আরোহী নিয়ে নিখোঁজ হয় থাইল্যান্ডের হেলিকপ্টার। এবার ২২ আরোহীসহ হেলিকপ্টার নিখোঁজ হয়েছে রাশিয়ায়। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

জানা গেছে, রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপদ্বীপ কামচাটকায় তিন ক্রু সদস্য ও ১৯ যাত্রীসহ হেলিকপ্টার নিখোঁজের এই ঘটনা ঘটেছে। কামচাটকা উপদ্বীপের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র।  সক্রিয় আগ্নেয়গিরি ও  প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জায়গাটা বেশ সুপরিচিত।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এমআই-এইটটি হেলিকপ্টারটি শনিবার ভচকাজেতাস আগ্নেয়গিরির নিকটবর্তী একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল, ক্রুদের স্থানীয় সময় বিকাল ৪টায় রিপোর্ট করার কথা থাকলেও তারা তা করেনি।

উড্ডয়নের একটু পরই রাডার থেকে অদৃশ্য হয়ে যায় হেলিকপ্টারটি। ওই অঞ্চলে ঘন কুঁয়াশা থাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান বিঘ্নিত হচ্ছে বলে দেশটির জরুরি মন্ত্রণালয় জানিয়েছে।

অন্যদিকে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসকে রুশ কর্মকর্তারা জানায়, অদৃশ্য হয়ে যাওয়ার আগে ক্রুরা কোনো ধরনের সমস্যার কথা জানাননি।  ফলে ওই হেলিকপ্টারের ভাগ্যে কি ঘটেছে, তা এখনো পরিষ্কার নয়।

এর আগে গত মে মাসে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বিধস্ত হওয়ার ঘটনায় তোলপাড় হয় সারা বিশ্বে। ঘন কুয়াশার কারণে দীর্ঘ ১৬ ঘণ্টার টানা অভিযান শেষে তাদের হেলিকপ্টারটির খোঁজ পায় উদ্ধার দল।

7Shares