কক্সবাজারের চকরিয়ায় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ইব্রাহিম (৩২) নামের এক যুবক মারা গেছেন। গতকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের দক্ষিণকাহারিয়াঘোনার ছনখোলা এলাকায় এ ঘটে।
দুর্ঘটনায় নিহত মানসিক ভারসাম্যহীন ইব্রাহিম ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে।
মানসিক ভারসাম্যহীন ইব্রাহিম প্রায়ই বিবস্ত্র থাকতেন। কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্রগামগামী ট্রেনে দুর্ঘটনাবশতট্রেনের ধাক্কায় প্রাণ হারান বলে জানান প্রত্যাক্ষদর্শীরা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন মরদেহ উদ্ধার করে আইনীপ্রক্রিয়া শেষে স্বজনের হাতে হস্তান্তর করা হয়েছে।
5Shares