রাষ্ট্রায়ত্ত মুঠোফোন অপারেটর প্রতিষ্ঠান টেলিটক সংস্কার ও পুনর্গঠনের চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ সোমবার গুলশানে টেলিটকের প্রধান কার্যালয় পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
সেবার মান বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, গ্রাহক সেবা মনিটরিং করার পাশাপাশি সক্ষমতার মধ্যে থেকে সেবার মান উন্নত করা প্রয়োজন।
উপদেষ্টা ৫জি পাইলটিংয়ের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে টেলিটক কর্মকর্তারা জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ মাসেই সম্ভাব্যতা যাচাই করে প্রতিবেদন জমা দেবে।
টেলিটক কর্মকর্তারা তরুণদের জন্য জেন-জি প্যাকেজ চালু করার প্রস্তাব দিলে উপদেষ্টা নাহিদ ইসলাম সে বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
0Shares