বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীতে ইমরান হোসেন নামে এক তরুণকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজুকে আগাম জামিন দিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো হত্যা মামলায় তিনিই প্রথম জামিন পেলেন।
এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মাহমুদুল হক ও বিচারপতি শাহেদ নূরউদ্দিন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত তাঁকে জামিন দেন। জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিবেচনায় আদালত তাঁকে জামিন দিয়েছেন। আওয়ামী লীগপন্থি আইনজীবী সাজুর পক্ষে আদালতে আবেদনের শুনানি করেন আইনজীবী সেলিনা আক্তার চৌধুরী।
এ মামলায় সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, ব্যারিস্টার তানিয়া আমীরসহ ২৯৭ জনকে আসামি করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর ইমরানের মা কোহিনূর আক্তার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় এই মামলা করেন।