Search
Close this search box.
Search
Close this search box.

ঢাকা সফরে আসছেন ডোনাল্ড লু

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফরে আসছেন। আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে তার এই সফর হবে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) লু-এর মুখপাত্রের কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য  জানিয়েছে ।

এতে আরও বলা হয়েছে, ডোনাল্ড লু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠক করবেন। তিনি একটি প্রতিনিধি দলে যোগ দেবেন। প্রতিনিধি দলে মার্কিন ট্রেজারি বিভাগ, ইউএসএআইডি এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিসের প্রতিনিধিরা থাকবেন।

মুখপাত্রের কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়নের প্রয়োজনে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনা করবেন মার্কিন ও বাংলাদেশের কর্মকর্তারা। ১০ থেকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে ডোনাল্ড লু’র এই সফর হবে জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এই সময়ের মধ্যে ভারত ও বাংলাদেশ সফর করবেন। এর আগে গত মে মাসে মার্কিন একটি প্রতিনিধিদলের সঙ্গে ঢাকা সফর করেছিলেন ডোনাল্ড লু।

ওই সফরে সাবেক  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা করতে যান পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে।

বাংলাদেশের গত ৭ জানুয়ারির সংসদ নির্বাচনকে ঘিরে মানবাধিকার ও অংশগ্রহণমূলক নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ সরকারের মতপার্থক্য দেখা দিয়েছিল।

অবাধ, নিরপেক্ষ ও নির্বিঘ্ন নির্বাচনের স্বার্থে ভিসানীতিতে কড়াকড়ি আরোপের ঘোষণাও দিয়েছিল যুক্তরাষ্ট্র।

1Shares