কক্সবাজারের চকরিয়ায় পুকুরে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে চকরিয়া উপজেলা পরিষদের পুকুরে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ছাত্রের নাম অন্তু কর অর্ণ (১৩)। সে চকরিয়া পৌরসভার ভরামুহুরী এলাকার প্রবাসী অনুরাম করের ছেলে। অন্তু চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ভিডিও দেখুন..
অন্তু করের মা প্রিয়াংকা দাশ বলেন, ‘হাসিমুখে বিদ্যালয় থেকে বের হয়েও আমার ছেলেটা বাড়ি ফিরল না। এটাই আমার কপাল। এটাই নিয়তি।’ হাসপাতালে ছেলের মরদেহের পাশে প্রিয়াংকার বিলাপ যেন থামছেই না। আত্মীয়-স্বজনেরা তাকে স্বান্তনা দেয়ার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছেন।
পরিবারের লোকজন ও অন্তু করের সহপাঠীরা জানায়, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বন্ধুদের সঙ্গে উপজেলা পরিষদের পুকুরের ঘাটে যায় অন্তু। সেখানে পা ধুতে গিয়ে পিছলে পুকুরে পড়ে যায় সে। তার সঙ্গে থাকা বন্ধুরাও সাঁতার না জানায় স্থানীয়দের ডেকে আনে শিক্ষার্থীরা। ততক্ষণে পুকুরে ডুবে যায় অন্তু। স্থানীয় লোকজন ১৫-২০মিনিট পর অন্তুকে পুকুর থেকে তুলে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অন্তুকে মৃত ঘোষণা করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পুকুরে ডুবে স্কুল ছাত্র মারা যাওয়ার ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।