Search
Close this search box.
Search
Close this search box.

ইউএনও’র প্রত্যাহারের দাবিতে চকরিয়ায় আইনজীবীদের মানববন্ধন

কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলামকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে আইনজীবীরা।  আজ বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটায় আদালত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন জ্যেষ্ঠ আইনজীবী শহিদুল্লাহ চৌধুরী, চকরিয়া আইনজীবী সমিতির সভাপতি হাবিব উদ্দিন, সাধারণ সম্পাদক মিফতাহ উদ্দিন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক, আইনজীবী মোহাম্মদ সুজা প্রমুখ।

বক্তারা বলেন, চকরিয়ায় জুডিশিয়াল কমপ্লেক্স স্থাপন চকরিয়া ও পেকুয়া উপজেলার অন্তত ২০লাখ জনগোষ্ঠীর দাবি। এই জন্য ৬৩শতক জায়গা দরকার। সহকারী জজ আদালত সংলগ্ন খালী জায়গাটি আমাদের। বুধবার আমরা সেটিতে ঘেরা দিতে গেলে রহস্যজনক কারণে বাধা দেন ইউএনও ফখরুল ইসলাম। এসময় তাঁর নির্দেশে গ্রাম পুলিশ দিয়ে আইনজীবীদের ওপর হামলা করানো হয়। এতে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মিফতাহ্ উদ্দিন আহমেদসহ ১৫জন আইনজীবী আহত হন। তাঁরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মিফতাহ্ উদ্দিন আহমেদ বলেন, আগামী ২৪ঘন্টার মধ্যে চকরিয়ার ইউএনওকে প্রত্যাহার করতে হবে। নইলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

পরে চকরিয়া আইনজীবী সমিতির উদ্যোগে একই দাবিতে সংবাদ সম্মেলন করা হয়। এতে বক্তব্য দেন মিফতাহ্ উদ্দিন আহমেদ।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও চকরিয়া সিনিয়র সহকারী জজ আদালতের আইনজীবী ও আইনজীবী সহকারী এবং দুই আদালতের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। এতে বিচার প্রার্থীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।

জানতে চাইলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, একমাস আগে আমার এমনিতে বদলি হয়েছে। তবে আইনজীবীদের দাবির বিষয়ে তিনি কোনো কথা বলতে চান না বলে জানান।

11Shares