Search
Close this search box.
Search
Close this search box.

লোহাগাড়ায় প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত আটক

চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাত ৩টার দিকে উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের জঙ্গল পদুয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ভাঙ্গা এয়ারগান, একটি রাম দা ও একটি ছুরি উদ্ধার করা হয়। এ ঘটনায় লোহাগাড়া থানায় মামলা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হল- কক্সবাজারের ঈদগাও থানার পূর্ব দরগা পাড়া এলাকার মাহাবুব আলমের ছেলে মাহামুদুল করিম প্রকাশ মুকিত (২০), সন্দ্বীপ থানার মগধরা ইউনিয়নের গুপ্তছড়া বাজার এলাকার মো. আলাউদ্দিনের ছেলে ইয়াছিন আরাফাত (২০) ও পটিয়া থানার খরনা ইউনিয়নের খরনা এলাকার মৃত নাছির উদ্দিনের ছেলে খায়রুল ইসলাম (২২)।

জানা যায়, জঙ্গল পদুয়ায় দুই খালের মুখ এলাকা গভীর রাতে ৮/১০ জনের একদল লোক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জঙ্গল পদুয়াসহ আশপাশের এলাকায় ডাকাতির প্রস্তুতি নেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদেরকে ধাওয়া করে। পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করতে সক্ষম হন। পরে খবর পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে অস্ত্রসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, তারা এলাকার চিহ্নিত ডাকাত। ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন।

45Shares