কুতুবদিয়া চ্যানেলে ভাড়া নৈরাজ্যসহ ইজারা বাতিল করে সরকারি নিয়ন্ত্রণে ঘাট পরিচালনার দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে কুতুবদিয়া ছাত্র-জনতা।
গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তারা এ সংবাদ সম্মেলন করে।
সম্মেলনের শুরুতে ছাত্রদের পক্ষে মোহাম্মদ নওশাদ, ফোরকানুল ইসলাম, কাজী তাহমিদ, আসিফ আদনান, মোহাম্মদ পারভেজ ঘাট সংস্কার আন্দোলনের বিভিন্ন বিষয় এবং তাদের লিখিত বক্তব্য তুলে ধরেন।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুতুবদিয়া সমিতি চট্টগ্রামের সভাপতি ডা. ফজলুল হক বলেন ,নৌপরিবহন মন্ত্রনালয়ের আইন মোতাবেক ঘাট পরিচালনা করা হোক। তিনি ঘাটের বিষয়ে বিভিন্ন অনিয়মেরর কথা তুলে ধরেন। তিনি বলেন, বিভিন্ন সরকারি দপ্তর থেকে বিছিন্ন ভাবে ঘাট পরিচালনা না করে সরাসরি মন্ত্রনালয়ের মাধ্যমে ঘাট পরিচালনার দাবি জানান তিনি।
মাওলানা মনিরুল মান্নান বলেন, নৌ পারাপারের সময় নৌকায় যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয়না। যার দরুন যাত্রীবাহী নৌকায় ঘটতে পারে চরম দূর্ঘটনা।
ছাত্র প্রতিনিধিরা বলেন, ডিসি অফিসে সমস্যা সমাধান না হলে আমরা মন্ত্রণালয় বরাবর যাব।প্রয়োজনে সর্বোচ্চ আদালতে যাব।অতিসত্বর এ দাবি বাস্তবায়ন করা না হলে কুতুবদিয়ার সর্বস্তরের জনগণকে নিয়ে জেলা প্রশাসক কার্যালয় আবারও ঘেরাও সহ বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
এছাড়া সংবাদ সম্মেলনে কুতুবদিয়া সমিতির সাধারণ সম্পাদক মুজিবুল হক সিদ্দিকী বাচ্চু, বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ শরীফ, উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক আকবর খান প্রমুখ উপস্থিত ছিলেন।