Search
Close this search box.
Search
Close this search box.

বান্দরবানে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বান্দরবানে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে হারুন মিয়া (৩৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে । রোববার সকাল ১১টায় বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামী হারুন মিয়া (৩৮) বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুতাবাদী পাড়া এলাকার মৃত রতন খানের ছেলে।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ এপ্রিল ধর্ষণের শিকার কন্যা শিশু (৮) পার্শ্ববর্তী রহিম খাঁ এর মুদি দোকানে শ্যাম্পুর জন্য গেলে একা পেয়ে অভিযুক্ত আসামী তাকে মুখ চেপে ধরে জোর পূর্বক ধর্ষণ করেন। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গন্যমান্য ব্যক্তিদের জানিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে ২০২১ সালের ২ এপ্রিল শিশুটির মা ফারহানা নাসরিন বাদি হয়ে লামা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরবর্তীতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত রোববার এই রায় প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বাসিং থোয়াই মারমা জানান, হারুন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তাকে যাবজ্জীবন কারাদন্ড ও জরিমানা প্রদানের আদেশ প্রদান করেছেন।

1Shares