Search
Close this search box.
Search
Close this search box.

জাবিতে ছাত্রলীগ নেতার হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গণপিটুনিতে সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লার মৃত্যুর ঘটনাকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ উল্লেখ করে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীর৷ পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি সড়ক ঘুরে রেজিস্ট্রার ভবনের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়৷ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নূরে-তামিম স্রোতের সঞ্চালনায় বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান৷

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আশফার রহমান নবীন বলেন, কিছু চিহ্নিত লোকজন তাকে হত্যা করেছে৷ আমরা অবিলম্বে তাদের বিচার চাই এবং প্রশাসনকে উদ্যোগী হয়ে এর বিচার করতে হবে। শামীম মোল্লা স্বীকৃত সন্ত্রাসী ছিল। কিন্তু তাকে কেন পুলিশের হাতে তুলে দেওয়া হয়নি? কোনো রকম বিচারিক প্রক্রিয়ায় না গিয়ে কয়েকজন লোক মব জাস্টিসের নামে তাকে পিটিয়ে মেরেছে৷ তিনি সন্ত্রাসী হলেও তার বিচার পাওয়ার অধিকার আছে। এটাই জুলাই-আগস্ট আন্দোলনের স্পিরিট।

এর আগে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মহুয়া মঞ্চ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পৃথক আরেকটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা৷

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেল বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পনামাফিক মব জাস্টিসের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে হেয় প্রতিপন্ন করার জন্য এ ধরনের ঘটনা ঘটিয়েছে। আমরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা দল, মত ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে দ্রুত এই হত্যার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিচার চাই।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা শামীম মোল্লার হত্যাকাণ্ডের বিচারের দাবিসহ তিন দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের নিকট একটি স্মারকলিপি পেশ করেন।

10Shares