চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে (কোটা সংস্কার আন্দোলন) নিহত মোহাম্মদ ওয়াসিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছে কেন্দ্রীয় ছাত্রদল। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাঘগুজারা বাজারপাড়া এলাকায় ওয়াসিমের মায়ের সঙ্গে দেখা করে স্বান্তনা দেন এবং ওয়াসিমের হত্যাকারীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন। জুমার নামাজের পরে নেতৃবৃন্দ ওয়াসিমের কবর জিয়ারত করেন।
এর আগে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাদের আগমন উপলক্ষে পেকুয়া চৌমুহনী চত্ত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোছাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান।
সমাবেশে রাকিবুল ইসলাম বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ, দ্বিতীয় শহীদ পেকুয়ার ওয়াসিম। তাঁদের আত্মত্যাগের পর সারাদেশে ছাত্রজনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। ওয়াসিমের আত্মত্যাগকে বুকে ধারণ করে ছাত্রজনতা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে। আমি দৃঢ়চিত্তে বলব গণতান্ত্রিক অভিযাত্রায় ছাত্রদল বিচ্যুতি হবে না। আপনারা নতুনভাবে উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ বিনির্মানে সুশৃঙ্খল ছাত্রদলকে প্রতিষ্টা করবেন। বিগত সময়ের ছাত্রলীগ ও যুবলীগের সদস্যরা যাতে অনুপ্রবেশ করে আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে দিকে খেয়াল রাখবেন।
সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ১৬-১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন করতে গিয়ে আমাদের হাজারো নেতাকর্মী খুন, গুম হয়েছে। জুলাই-আগস্টে ছাত্রদলের নেতাকর্মীরা প্রাণপণ লড়াই করেছেন। পদপদবী আছে এমন ৪৯ জন নেতা খুন হয়েছেন। রাজপথে ওয়াসিমকে কিভাবে গুলি করে হত্যা করেছে, তা আপনারা দেখেছেন। ওয়াসিম যে আত্মত্যাগ করেছে তা ছাত্রদলের প্রতিটি নেতা-কর্মী মনে রাখবে। ওয়াসিমের প্রতিটি রক্তের ফোটার যে হিসেব তা মনে রাখবে। ওয়াসিমকে যাঁরা গুলি করে মেরেছে তাদের কখনও ভুলবে না। তাঁদের ও তাঁদের দোসররা যাতে বিচারের আওতা থেকে মুক্ত হতে না পারে সেজন্য ছাত্রদল ও বিএনপি নেতা-কমীদের সতর্ক থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব শরিফ উদ্দিন প্রমুখ।