Search
Close this search box.
Search
Close this search box.

কানাডা থেকে ফিরেই বিমানবন্দরে আটক সুলতান মনসুর

কানাডা থেকে দেশে ফিরেই আটক হয়েছেন সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। আজ সোমবার সকালে তাঁকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

রেজাউল করিম মল্লিক বলেন, আজ ভোরে দেশে ফেরেন সুলতান মনসুর। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়। মামলা-সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের পর তাঁর ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

45Shares