Search
Close this search box.
Search
Close this search box.

পেকুয়ায় এক শিক্ষককে অপহরণ করে মুক্তিপণ দাবি

কক্সবাজারের পেকুয়া থেকে এক শিক্ষককে অপহরণ করা হয়েছে। তাঁর মুক্তিপণ হিসেবে দাবি করা হচ্ছে ৪০ লাখ টাকা। এতে চরম দুশ্চিন্তা ও নিরাপত্তাহীনতায় দিন কাটছে শিক্ষক পরিবারের। এ ঘটনায় গতকাল রোববার অপহৃতের স্ত্রী বাদি হয়ে পেকুয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অপহৃতের নাম মোহাম্মদ আরিফ (৪৯)। তিনি পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক। তাঁর বাড়ি পেকুয়া সদর ইউনিয়নের মাতবরপাড়া এলাকায়।

মোহাম্মদ আরিফের ছোটভাই চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিয়াদ ইসলাম বলেন, গত শনিবার রাত নয়টা পর্যন্ত তাঁর ভাইকে পেকুয়া চৌমুহনীতে দেখা গেছে। এরপর তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। গতকাল রোববার সকালে তাঁর (আরিফের) মুঠোফোন থেকে কল করে ২৫ লাখ টাকা দাবি করা হয়। পণমূল্য নিয়ে চট্টগ্রামের বন্দর এলাকায় যেতে বলেন অপহরণকারীরা। দেরি হলে ভাইকে মেরে ফেলার হুমকি দেয়া হয়। বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে পণমূল্য। দ্বিতীয় দফায় ফোন করে ৩৫ লাখ, তৃতীয় দফায় ৪০ লাখ টাকা দাবি করেন অপহরণকারীরা।

এঘটনায় গতকাল দুপুরে পেকুয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন অপহৃত শিক্ষকের স্ত্রী মেহবুবা আনোয়ার লাইজু। তিনি বলেন, তাঁর স্বামীকে উদ্ধারে র্যাব ও পুলিশের সাহায্য চাওয়া হয়েছে। যত সময় যাচ্ছে দুশ্চিন্তা ও উৎকণ্ঠা বাড়ছে। অক্ষত অবস্থায় তাঁর স্বামীকে ফেরত চান তিনি। এতে সবার কার্যকর পদক্ষেপ আশা করছেন মেহবুবা আনোয়ার লাইজু।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, নিখোঁজ শিক্ষককে উদ্ধারে নানাভাবে চেষ্টা করা হচ্ছে। প্রশাসনের বিভিন্ন সংস্থার সঙ্গে কথা চলছে।

12Shares