রাজধানীর চামেলীবাগের বাসা থেকে ঝুলন্ত অবস্থায় সাংবাদিক সীমান্ত খোকনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি এনটিভির বার্তা সম্পাদক ছিলেন। আজ মঙ্গলবার দুপুরে তাঁর ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীন বলেন, সাংবাদিক সীমান্ত খোকন আত্মহত্যা করেছেন। তবে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। মরদেহটি এখন ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
সীমান্ত খোকন জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলেন। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নে। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ওই বাসায় থাকতেন।
সহকর্মীরা বলছেন, নানা বিষয় নিয়ে মানসিকভাবে কিছুটা হতাশাগ্রস্ত ছিলেন সীমান্ত খোকন। তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। কয়েক দিন ধরে নিজের ঘর থেকে খুব একটা বেরও হতেন না। আজ দুপুর থেকে তাঁর ঘরের দরজা বন্ধ ছিল। সাড়াশব্দ না পেয়ে বেলা দেড়টার দিকে চাবি দিয়ে দরজা খুলে তাঁকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।
এনটিভি অনলাইনের খবরে বলা হয়, আগামীকাল বুধবার (২ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে তাঁর জানাজা হবে। পরে তাঁর কর্মস্থল এনটিভিতে শ্রদ্ধা জানানো হবে। এরপর তাঁর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।