Search
Close this search box.
Search
Close this search box.

পেকুয়ায় মাছের ঘের থেকে দুই শিশুর লাশ উদ্ধার

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম সিরাদিয়া এলাকার একটি মাছের ঘের থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। এর আগে আজ সকাল ১০টা থেকে তারা নিখোঁজ ছিল।

মারা যাওয়া শিশুরা হলো সিরাদিয়া এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে আবু বক্কর ছিদ্দিক (৮) ও নজরুল ইসলামের ছেলে নাজেম উদ্দিন (৫। দুজনই স্থানীয় একটি নুরানি মাদ্রাসায় পড়ত।

স্থানীয় লোকজন বলেন, মাদ্রসা থেকে বাড়ি পৌঁছার পর আজ রোববার সকাল ১০টার দিকে দুই শিশু খেলতে বের হয়। তারা একপর্যায়ে পশ্চিম সিরাদিয়া এলাকার একটি মাছের ঘেরে যায়। তখন ভাটা থাকায় ঘেরে পানি কম ছিল। দুপুর দেড়টার দিকে জোয়ার এলে দুই শিশু পানিতে তলিয়ে যায়। একপর্যায়ে বিকেল সাড়ে চারটার দিকে ঘের থেকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়।

পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ মানিক বলেন, দুপুরে ভাত খেতে না যাওয়ায় দুই শিশুকে খুঁজতে বের হন পরিবারের সদস্যরা। বিকেল সাড়ে চারটার দিকে একটি মাছের ঘেরের বাঁধের পাশ থেকে শিশু আবু বক্কর ও নাজেম উদ্দিনের লাশ উদ্ধার করা হয়। একসঙ্গে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর লাশ পরিবারে হস্তান্তর করা হয়েছে। পরে সন্ধ্যা সাতটার দিকে তাদের স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

22Shares