কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কের পাশ থেকে পলিথিন মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। আজ রোববার সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিজার্ভপাড়া সংলগ্ন সেতুর উপর থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রিয়াজ উদ্দিন। তিনি বলেন, রোববার সকালে খবর পেয়ে গ্রাম পুলিশের সহায়তায় মহাসড়কের পাশ থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। পরে চকরিয়া থানা পুলিশকে অবহিত করে স্থানীয় কবরস্থানে নবজাতকের লাশ দাফন করা হয়েছে।
স্থানীয়দের প্রশ্ন, কে ফেলে গেল পলিথিন মোড়ানো নবজাতকের এই মরদেহ? মানুষের মুখে মুখে ফিরছে সেই কথা।
12Shares