Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন ও সহসম্পাদক শিব্বির আহমদকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক প্রবাল চক্রবর্তী এ নির্দেশ দেন।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ থেকে আওয়ামী লীগের এই দুই নেতাকে আটক করে কক্সবাজারের র‍্যাব-১৫। পরে র‍্যাব আটক নেতাদের চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সংবর্ধনা সভা শেষে ফেরার পথে গাড়ি বহরে হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে।

মহিউদ্দিনের পরিবারের লোকজন বলেন, মহিউদ্দিন ও শিব্বির আহমদসহ পাঁচজনের যৌথ মালিকানায় কেনা একটি ডাম্পার ট্রাক রয়েছে। ওই গাড়ির বিষয়ে একটি প্রত্যয়নের জন্য মঙ্গলবার বিকেলে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদে যান মহিউদ্দিন ও শিব্বির আহমদ। সেখান থেকেই তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই। তবে আটকের পর বিএনপি নেতার গাড়িবহরে হামলা মামলার আসামি করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আসামি পক্ষের আইনজীবী সুজা উদ্দিন বলেন, বুধবার বিকেলে মহিউদ্দিন ও শিব্বির আহমদকে চকরিয়া সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করে জামিনের আবেদন করা হয়। তবে বাদীপক্ষের বিরোধিতার কারণে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

0Shares