Search
Close this search box.
Search
Close this search box.

বিশ্ব হাত ধোয়া দিবসে নানা কর্মসূচিতে পুরস্কার বিতরণে জেলা প্রশাসক 

চকরিয়ায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে চকরিয়া  উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে বর্ণাঢ্য শোভাযাত্রা ও উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বিভিন্ন বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অংশ গ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্টিত হয়। 

চকরিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আল আমিন বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাত ধোঁয়া কর্মসুচি আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম।

একইদিন বিকালে চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ সুগন্ধা মিলনায়তন প্রতিযোগিতায় বিজয়ী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইরফান উদ্দিন, উপজেলা কৃষি অফিসার এসএম নাছিম হোসেন, , উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু হাসনাত সরকার প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক  ছাত্রছাত্রী ও  সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

0Shares