কক্সবাজারের পেকুয়া উপজেলার সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফ হত্যা মামলায় ওমর ফারুক (৩০) নামের আরেক আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক প্রবাল চক্রবর্তী এই আদেশ দেন। ওমর ফারুক পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের শেখেরকিল্লাহ ঘোনার জাহাঙ্গীর আলমের ছেলে।
বাদীপক্ষের আইনজীবী মিফতাহ্ উদ্দিন আহমেদ বলেন, পুলিশ আসামি ওমর ফারুককে ১০দিনের রিমান্ডে নিতে আবেদন করে। আদালতে আজ সকাল ১০টায় রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। তবে ওই সময় কারাগারে আসামির সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ করতে না পারায় দুপুর ১২টার দিকে আবারও শুনানি হয়। এসময় আদালত ওমর ফারুকের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলাটিতে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী এলাকার রুবেল খাঁন ও জাহাঙ্গীরের চাচাতো ভাই মোহাম্মদ হানিফের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। এদের মধ্যে শুধুমাত্র রুবেল খাঁন গত মঙ্গলবার সন্ধ্যায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন আদালতে।
গত ২৮ সেপ্টেম্বর রাত নয়টার দিকে পেকুয়া চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে অপহরণের শিকার হন পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফ। এরপর তাঁর পরিবারের কাছে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিলেন অপহরণকারীরা। ১ অক্টোবর আরিফের ছোটভাই রিয়াদুল ইসলাম বাদি হয়ে পেকুয়া থানায় একটি অপহরণের মামলা করেন। ১১অক্টোবর বিকেল চারটার দিকে অপহৃত শিক্ষক মোহাম্মদ আরিফের বাড়ির আঙিনার একটি পরিত্যক্ত পুকুরে পায়ে ইটবাঁধা অবস্থায় বস্তাবন্দি তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, শিক্ষক আরিফকে অপহরণ করে হত্যার ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন।
এসআই রুহুল আমিন বলেন, আজ বৃহস্পতিবার দুপুরে আদালত আরেক আসামির চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।