Search
Close this search box.
Search
Close this search box.

কুতুবদিয়ায় দিনদুপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যা

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবরডেইল ইউনিয়নের শান্তিবাজার এলাকায় মা-মেয়েকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বেলা দুইটার দিকে বাড়ির রান্নাঘরের মেঝে থেকে পুলিশ দুজনের লাশ উদ্ধার করে।

নিহত ব্যক্তিরা হলেন শান্তিবাজার এলাকার নুর আকতারের স্ত্রী রুনা আকতার (৩২) ও তাঁর শিশুকন্যা জারিয়া আকতার (৬)। পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে স্ত্রী ও মেয়েকে ঘরে রেখে পাশের মসজিদে জুমার নামাজ পড়তে যান নুর আকতার। নামাজ শেষে ঘরে ফিরে দেখেন, কারও সাড়া শব্দ নেই। একপর্যায়ে রান্নাঘরে গিয়ে মেঝেতে তাঁর স্ত্রী ও মেয়ের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরমান হোসেন বলেন, কে বা কারা, কীভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তা অনুসন্ধান করা হচ্ছে। নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

20Shares