Search
Close this search box.
Search
Close this search box.

চট্টগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় ১৫ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফখরুল ইসলাম (৪০) নামের এক রিকশাচালককে গ্রেপ্তার ও ১৪ বছর বয়সী এক কিশোরকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি শনিবারের হলেও জানাজানি হয় আজ সোমবার।

পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যার দিকে কিশোর ওই কিশোরীকে ধর্ষণ করে। বিষয়টি জানতে পেরে রিকশাচালক ফখরুলও ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ের ফখরুল কিশোরীর মাথায় ইট দিয়ে আঘাত করেন। এরপর আশপাশের লোকজন এগিয়ে এসে দুজনকে আটক করে কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিশোরীর বাবা জানতে পেয়ে থানায় অভিযোগ নিয়ে আসেন। পরে আটক দুজনকে পুলিশে হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোর ধর্ষণের কথা স্বীকার করেছে। ফখরুলও ধর্ষণচেষ্টার বিষয়টি স্বীকার করেন। এরপর কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।

বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই অপরাধ স্বীকার করেছেন।

1Shares