Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে নয় দোকানদারকে জরিমানা

কক্সবাজারের চকরিয়া উপজেলার হাটবাজারে নিত্যপন্য ও কাঁচামাল বিক্রিতে গলাকাটা বাণিজ্য ঠেকাতে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার রাতে চকরিয়া পৌরশহরের সোসাইটি কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেছেন চকরিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান।  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন এসময় ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় ৯ দোকানদারকে সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন। তিনি বলেন, সরকারি নির্দেশনার আলোকে উপজেলার বিভিন্ন হাটবাজারে নিত্যপন্য ও কাঁচামাল বিক্রিতে মুনাফার নামে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে কীনা যাচাই করতে চকরিয়া উপজেলা প্রশাসন বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে উপজেলা সদরের সোসাইটি কাঁচাবাজারে অভিযান চালিয়ে পন্য বিক্রির ক্ষেত্রে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্র‍ি, রশিদ না রাখার অপরাধে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ এর বিভিন্ন ধারায় ৯ দোকানীকে ৯টি মামলায় ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। 

13Shares