Search
Close this search box.
Search
Close this search box.

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান রাত একটার দিকে বলেন, ১০ নম্বর সেক্টরে আব্দুস শহীদের বাসায় এখনো অভিযান চলছে। তাঁর বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তাঁর মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে গেছেন। তাঁদের কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন। আবার অনেক নেতা দেশ ছেড়েছেন বলে খবর এসেছে। এর মধ্যে আব্দুস শহীদকে গ্রেপ্তারের কথা জানাল পুলিশ। তিনি ছাড়াও সাবেক মন্ত্রী, নেতা ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের মিলিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

7Shares