কক্সবাজারের চকরিয়া উপজেলার হাটবাজারে নিত্যপণ্যের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও বাজার মনিটরিং এবং নিয়ন্ত্রণসহ শৃঙ্খলা রক্ষার্থে আজ বুধবার সকালে আবারও অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ফখরুল ইসলামের নেতৃত্বে আদালত চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক জনপদ সোসাইটি কাঁচাবাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনের নীতিমালা লঙ্ঘন করে ব্যবসা করার অভিযোগে মাছ মাংস ও তরকারি বিক্রেতা পাঁচ দোকানী ৯ হাজার টাকা জরিমানা করেছেন।
অভিযানের সময় চকরিয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মাস উদ মোর্শেদ উপস্থিত ছিলেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ফখরুল ইসলাম বলেন, নিত্যপণ্যের বাজার মনিটরিং ও অভিযানে মূল্য তালিকা না থাকা এবং অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধে পাঁচ মাছ, মাংস ও তরকারি দোকানদারকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, হাটবাজারে নিত্যপন্য ও তরকারি বিক্রিতে যারা আইন অমান্য করবে তাঁদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।