Search
Close this search box.
Search
Close this search box.

ট্রাম্পের চিফ অব স্টাফ, কে এই সুসি ওয়াইলস

মার্কিন নির্বাচনে জয়ের পর চিফ অব স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এতদিন ধরে এ পদের দায়িত্বে পুরুষেরা থাকলেও সুসি হবেন প্রথম নারী, যিনি এই দায়িত্ব পালন করবেন।

ট্রাম্পের নির্বাচনী প্রচারের সিনিয়র উপদেষ্টা ছিলেন এই সুসি। নির্বাচনের দিন এক অনুষ্ঠানে ট্রাম্পকে সুসির প্রশসংসা করতে দেখা যায়। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘সুসি একজন কঠোর, স্মার্ট, উদ্ভাবনী এবং সর্বজনীনভাবে প্রশংসিত ও সম্মানিত ব্যক্তিত্ব। আমেরিকাকে আবার গ্রেট করার জন্য সুসি অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাবে।’

প্রসঙ্গত, ৬৭ বছরের সুসির পরামর্শেই নির্বাচনের সময় নিজের প্রচার কৌশল ঠিক করেছিলেন ট্রাম্প। ফ্লোরিডার বাসিন্দা সুসি দীর্ঘ দিন ধরেই রিপাবলিকান পার্টির হয়ে কাজ করেন। ১৯৮০ সালে রোনাল্ড রেগানের আমলেও প্রচার কৌশল নির্ধারণের দায়িত্বে ছিলেন তিনি।

তবে বরাবরই প্রচারের আলো থেকে দূরে থেকেছেন সুসি। গত বুধবার জয় নিশ্চিত হওয়ার পরে ফ্লোরিডায় ট্রাম্প যখন বিজয়–ভাষণ দিচ্ছেন, তখন শত অনুরোধেও মঞ্চে ভাষণ দিতে রাজি হননি সুসি। তবে তার কৃতিত্বের কথা স্বীকার করে ট্রাম্প একটি লিখিত বিবৃতিতে বলেছেন, ‘‌উনি শ্রদ্ধাশীল, উদ্ভাবনী শক্তিসম্পন্ন মানুষ।’‌

তিনি জানান, যুক্তরাষ্ট্রকে আবারও সেরা করে তুলতে অক্লান্ত পরিশ্রম করে যাবেন সুসি।

6Shares