কক্সবাজারের চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাট এলাকায় মাতামুহুরী নদীর চর থেকে অবৈধ বালু উত্তোলন সরবরাহে ব্যবহৃত দুইটি ডাম্প ট্রাক (মিনি পিকআপ) ও একটি স্কেভেটর জব্দ করা হয়েছে।
আজ শনিবার (৯ নভেম্বর) দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় লোকজন বলেন, লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাট এলাকায় কিছু ব্যক্তি প্রশাসনের নির্দেশ অমান্য করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। খবর পেয়ে আজ শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি ডাম্প ট্রাক ও একটি স্কেভেটর ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন বলেন, মাতামুহুরী নদী থেকে অবৈধ বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল একটি চক্র। খবর পেয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগে দুইটি ডাম্প ট্রাক ও একটি স্কেভেটর জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলন, পাহাড় কাটা, বনের ক্ষতি নিষেধক্রমে প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং ও ব্যানার টাঙিয়ে সতর্কীকরণ করা হয়। ইতিপূর্বেও মাইকিং করে অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটার বিরুদ্ধে জানিয়ে দেয়া হয়েছে। প্রশাসনের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হব।